উপলক্ষ রমজান আজ থেকে নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০০:২৮

যাযাদি রিপোর্ট
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্যমূল্যে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এরই মধ্যে এ-সংক্রান্ত প্রস্তুতি শেষ করেছে তারা। নিত্যপ্রয়োজনীয় পণ্য তিনটি হলো সয়াবিন তেল, ডাল ও চিনি। টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির সোমবার জানিয়েছেন, বিক্রি শুরু করতে তারা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তিনি বলেন, 'রাজধানী ঢাকাসহ সারা দেশে মঙ্গলবার থেকে পণ্য বিক্রি শুরু করব। খুচরা বাজারের চেয়ে আমরা অনেক কম মূল্যে বিক্রি করব।' রমজান উপলক্ষে দেড় হাজার মেট্রিক টন ছোলা এবং ১০০ মেট্রিক টন খেজুর বিক্রি করা হবে বলেও জানান টিসিবির এ মুখপাত্র। 'আমরা সারা বছরই তেল ও চিনি বিক্রি করি। তাই আমাদের কাছে এসব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। পণ্যের মূল্যসহ বিস্তারিত তথ্য আমরা পরে জানিয়ে দেবো', যোগ করেন তিনি। হুমায়ুন কবির আরও বলেন, 'চাহিদার চেয়ে দুই-তিন গুণ তেল ও ডালের মজুদ রয়েছে। আশা করছি, ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য পাবেন।' মঙ্গলবার থেকে শুরু হওয়া এ বিক্রি রমজানের শেষ দিন পর্যন্ত চলবে বলেও জানান তিনি।