কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে মঙ্গলবার কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সিইডিপি- ৩ এর আওতায় বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গণিত বিষয়ে ৩য় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীদের মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনী দিনে ১৪২ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, অধ্যাপক ড. ভীম্মদেব চৌধুরী, অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ড. একেএম মুখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি