'পেন্সিলে আঁকা' খালেদা জিয়ার জেলজীবন

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম বেনার নিউজে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারা জীবন নিয়ে কার্টুনিস্ট ওয়াং লিমিংয়ের আঁকা বেশকিছু স্কেচ প্রকাশিত হয় -সংগৃহীত
গত বছরের ৮ ফেব্রম্নয়ারি থেকে কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। এক বছরের অধিক সময় ধরে কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে পেন্সিলে আঁকা বেশ কিছু ছবি (স্কেচ) প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম বেনার নিউজ। বুধবার (২৪ এপ্রিল) প্রকাশিত ছবিগুলোতে খালেদা জিয়ার কারা জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। রেডিও ফ্রি এশিয়ার রাজনৈতিক কার্টুনিস্ট ওয়াং লিমিং 'রিবেল পিপার' ছদ্মনামে কার্টুন আঁকেন। তিনি এশিয়ার রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন বিষয়ে কার্টুন এঁকে থাকেন। ওয়াং লিমিংকে ঢাকা থেকে তথ্য দিয়ে সহায়তা করেছেন কামরান রেজা চৌধুরী। বিশেষজ্ঞ, খালেদা জিয়ার দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এ স্কেচগুলো করা হয়েছে বলে বেনার নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের বিরোধী দলের নেতা খালেদা জিয়া এক বছরের বেশি সময় ধরে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। খালেদা জিয়ার দাবি, তার বিরুদ্ধে আনা দুর্নীতির এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কর্তৃপক্ষ দেশের তিনবারের প্রধানমন্ত্রীর ওপর কারাগারে থাকা অবস্থায় সাক্ষাৎকার দিতে নিষেধাজ্ঞার আরোপ করেছেন। কারাগারে আসার পর তার কোনো ছবি প্রকাশ করা হয়নি। খারাপ স্বাস্থ্যের কারণে তাকে প্রায় হাসপাতালে আনা হয়। ২০১৮ সালের জুনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সংবাদ সম্মেলনের উদ্ধৃতি দিয়ে বেনার নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অবস্থা খুবই জঘন্য। ফখরুল অভিযোগ করেন, 'সেখানে বড় বড় আকারের ইঁদুর থাকে। আপনারা জেনে অবাক হবেন যে কক্ষে ম্যাডাম (খালেদা জিয়া) থাকেন সেখান থেকে একটি বিড়াল ইঁদুর ধরেছে।' অন্যান্য বিরোধীদলীয় নেতা আরও অভিযোগ করেছেন, খালেদা জিয়ার কক্ষ ছারপোকায় পরিপূর্ণ।