সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০
প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে আনারস
উপহার পাঠালেন
ত্রিপুরার মুখ্যমন্ত্রী
\হআখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫০০ কেজি আনারস শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। রোববার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি বক্সে করে কিউভেরাইটি জাতের আনারস বাংলাদেশে পাঠানো হয়। ভারতের ত্রিপুরার হর্টিকালচাররের সহকারী পরিচালক ড. দীপক কুমার বৈদ্য বাংলাদেশে চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশানারের এএসও সজীব চক্রবর্তীর নিকট আনারসগুলো হস্তান্তর করেন।
আখাউড়া সীমান্তের চেকপোস্টে এসময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার দীপক হাজিজা, ৪২ বিএসএফের ইনচার্জ সন্তোষ কুমার, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল কাইয়ুম তালুকদার, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ খাইরুল আলম প্রমুখ।
কলকাতায় চার দিনব্যাপী
বিএসএফ-বিজিবি সীমান্ত সম্মেলন শুরু
ম যাযাদি ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শনিবার শুরু হওয়া ২০তম বার্ষিক সমন্বয় সম্মেলনে ভারত ও বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক সীমানা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করেছে। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আয়ুশ মণি তিওয়ারির নেতৃত্বে ১৪ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ১১ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে। বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক, রিজিওন কমান্ডার, দক্ষিণ পশ্চিমাঞ্চল, যশোর।
বিএসএফ জানিয়েছে, চার দিনব্যাপী সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম সীমান্ত বিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ এবং অনুপ্রবেশ।
বিএসএফ এক বিবৃতিতে বলেছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের মহাপরিদর্শক এবং বর্ডার গার্ড বাংলাদেশের আঞ্চলিক কমান্ডার বৈঠকে যোগ দিয়েছেন। যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতার মনোভাব জোরদার করার জন্য প্রচেষ্টা চালানো হবে। দুই বাহিনীর মধ্যে বার্ষিক সীমান্ত সমন্বয় সম্মেলন হচ্ছে সীমানাবিরোধ নিষ্পত্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক।
দুই দিন বন্ধের পর
কলকাতা-খুলনা রুটে
'বন্ধন এক্সপ্রেস' চালু
ম যাযাদি ডেস্ক
ঈদুল আজহা উপলক্ষে দুই দিন বন্ধ ছিল কলকাতা-খুলনা রুটে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন 'বন্ধন-এক্সপ্রেস'। গত রোববার এবং বৃহস্পতিবার বন্ধ থাকার পর রোববার থেকে আবার চালু হলো ট্রেনটি। এই রুটে সপ্তাহে দুই দিন চলাচল করে 'বন্ধন-এক্সপ্রেস'।
রেলওয়ে সূত্রে জানা যায়, রেললাইন এবং কর্মীদের ওপর চাপ কমানো ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুই দিন বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিবছরই এ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ এতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি দেয়।
এ বিষয়ে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা 'বন্ধন এক্সপ্রেস' ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১৬ ও ২০ জুন দুই দিন বন্ধ ছিল। বন্ধের পর রোববার আবার চালু হয়েছে।