তেজগাঁও শিল্পাঞ্চলে ফুটপাতে মিলল শিশুর মরদেহ

প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ফুটপাত থেকে পাঁচ-ছয় বছর বয়সি এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শনিবার দিবাগত রাত থেকে ভোরের মধ্যে কে বা কারা শিশুর মরদেহটি ফুটপাতে ফেলে যায়। রোববার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বলেন, 'পথচারীদের মাধ্যমে সংবাদ পেয়ে লাভ রোড টু সাত রাস্তার মধ্যবর্তী সড়কের পাশে ফুটপাত থেকে সকালে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।' তিনি আরও জানান, বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে ও আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃতু্যর সঠিক কারণ জানা যাবে।