প্রধানমন্ত্রীর কাছে ঢাকা ওয়াসার বার্ষিক উন্নয়ন প্রতিবেদন হস্তান্তর
প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০
গণভবনে ৪ জুলাই ঢাকা ওয়াসা'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঢাকা ওয়াসার 'বার্ষিক উন্নয়ন প্রতিবেদন' হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী ঢাকা ওয়াসার চলমান কর্মকান্ড সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালকের কাছে থেকে বিস্তারিত অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।
রাজধানীতে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে 'পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা' বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে ঢাকা ওয়াসা গত দেড় দশকে রাজধানীবাসীর জন্য সুপেয় পানি ও পয়ঃসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ সময় ঢাকা ওয়াসার অজনসমূহ এবং উত্তম চর্চাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী ঢাকা ওয়াসার অর্জন ধরে রাখার এবং উত্তম চর্চাগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি