সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১২ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
সিজার যত কমিয়ে
আনতে পারব ততই
মঙ্গল :স্বাস্থ্যমন্ত্রী
ম যাযাদি রিপোর্ট
সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারব ততই মঙ্গল মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, 'আপনারা যারা গ্রাম পর্যায়ে কাজ করেন তাদের কাছে অনুরোধ গর্ভবতী মায়েদের বোঝান তারা যাতে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই।'
বৃহস্পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে গিয়ে সবার আগে আমি যেটা দেখি সেটা হচ্ছে এএনসি কর্নার। আমি খোঁজ নিয়ে দেখি গর্ভবতী মায়েরা কয়টা করে চেকআপ করছেন, কোথায় ইনস্টিটিউশনাল ডেলিভারি হচ্ছে, কোথায় সিজারিয়ান বেশি হচ্ছে। অনেক জায়গায় বলা হয় আগে সিজার হয়েছে তাই সিজার করতে হবে। সেটা কোনো উত্তর হতে পারে না। আগে কেন হলো সেটার কারণ খুঁজে বের করতে হবে। আমরা যদি একেবারে মূল কারণ খুঁজে বের করে কাজ করি তাহলে সিজারের সংখ্যা অবশ্যই কমিয়ে নিয়ে আসতে পারব।'
জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২
ম যাযাদি রিপোর্ট
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ দুজনকে গ্রেপ্তার করেছের্ যাব। বুধবার সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করের্ যাব-১০-এর একটি দল।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, রাকিব হাসান (২৫) ও শাহ আলম মিজি (৩৯)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, একটি শিক্ষা সনদ ও একটি মার্কশিট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল বলেন, রাজধানীর নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জাল সনদ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ এবং জাল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিল।
যুবদলের ৬ নেতাকর্মীর
২৭ মাসের কারাদন্ড
ম যাযাদি রিপোর্ট
বেআইনি সমাবেশ করে ক্ষতিসাধনের দায়ে রাজধানীর গুলশান থানার মামলায় যুবদলের ছয় নেতাকর্মীকে ২৭ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন। দন্ডিত আসামিরা হলেন নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম ও ওয়াসিম চৌধুরী।
ক্ষতিসাধনের দায়ে তাদের দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলাসূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬নং রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করেন। পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় ওইদিনই গুলশান থানার সাব-ইন্সপেক্টর নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ একই থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।