বাউয়েটে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক সেমিনার

প্রকাশ | ১২ জুলাই ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর আইন ও বিচার বিভাগের উদ্যোগে স্কাইলাইট হলে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক এক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অমস্নান কুসুম জিস্নু, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ, নাটোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। শুরুতেই আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর ভিত্তিতে প্রতিষ্ঠিত জেলা লিগ্যাল এইড অফিস ও নাটোর জেলা লিগ্যাল এইড অফিস সম্পর্কে ১টি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাউয়েট আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি 'আইনের দৃষ্টিতে সবাই সমান উলেস্নখ করে বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দেন। এছাড়া নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি সময় উপযোগী সেমিনার আয়োজন করায় বাউয়েট কর্তৃপক্ষ এবং আইন ও বিচার বিভাগকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. শামসুল আল্‌-আমীন, যুগ্ম জেলা ও দায়রা জজ, নাটোর, ইসমত আরা তুশি, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), নাটোর, ফাতেমা তুজ জোহুরা, সহকারী জজ, নাটোর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউয়েট বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধান, ডেপুটি রেজিস্ট্রার এডমিন, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর, শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অতিথিরা এবং বাউয়েট আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীরা। জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি, নাটোর জেলার লিগ্যাল এইড অফিসের বিভিন্ন কার্যক্রম ও বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিসের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠানের সভাপতি উপাচার্য আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করেন ও শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ও বিচার বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী তাসমিনা নুসরাত। সংবাদ বিজ্ঞপ্তি