তথ্য অধিকার আইনে রাজস্ব কমর্কতাের্ক জরিমানা

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
তথ্য কমিশন হতে তথ্য প্রদানের নিদের্শ দেয়া সত্তে¡ও আবেদনকারীর প্রাথির্ত তথ্য না দেয়ায় সাভার ডিইপিজেডের কাস্টমস বন্ড কমিশনারেট, বিভাগীয় কমর্কতার্র কাযার্লয়ের রাজস্ব কমর্কতাের্ক তথ্য অধিকার আইনে এক হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। রোববার রাজধানীর আগারগঁাও এর তথ্য কমিশন কাযার্লয়ে শুনানি শেষে এই নিদের্শ দিয়েছে তথ্য কমিশন। শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার সুরাইয়া বেগম। গত ১০ বছরে ডিইপিজেডের (পূবর্/পশ্চিম) বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অবৈধভাবে মালামাল বহনের সময় আটককৃত গাড়ির সংখ্যা, গাড়ির মালিকের নাম, মডেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চেয়ে সাভারের মো. মতিউর রহমান সাভার ডিইপিজেডের কাস্টমস বন্ড কমিশনারেট, বিভাগীয় কমর্কতার্র কাযার্লয়ের রাজস্ব কমর্কতার্র কাছে তথ্য অধিকার আইনে তথ্যপ্রাপ্তির আবেদন করেন। তথ্য না পেয়ে আবেদনকারী পরবতীের্ত আপিল করেন। আপিল করেও তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের বিষয়ে তথ্য কমিশনে শুনানি শেষে তথ্য অধিকার আইনে দায়িত্বপ্রাপ্ত কমর্কতাের্ক ২০ কাযির্দবসের মধ্যে তথ্য প্রদানের নিদের্শ দেয় তথ্য কমিশন। তথ্য কমিশনের নিদের্শ সত্তে¡ও দায়িত্বপ্রাপ্ত কমর্কতার্ আবেদনকারীকে তথ্য প্রদান না করলে আবেদনকারী তথ্য কমিশনে পুনরায় অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের বিষয়ে তথ্য কমিশনে শুনানিঅন্তে তথ্য অধিকার আইনে দায়িত্বপ্রাপ্ত কমর্কতাের্ক এক হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী সাতদিনের মধ্যে আবেদনকারীর চাহিত তথ্য প্রদানের নিদের্শ দেয়া হয়। এ ছাড়া তথ্য কমিশনে রোববার ১০টি অভিযোগের শুনানি শেষে সাতটি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়, দুটি অভিযোগের পরবতীর্ শুনানির তারিখ নিধার্রণ করা হয় এবং একটি অভিযোগ খারিজ করে দেয়া হয়। বিজ্ঞপ্তি