ইউনিভাসের্ল কাডির্য়াক হাসপাতালের আয়োজনে আন্তজাির্তক কনফারেন্স

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্যান প্যাসিফিক সোনারগঁাও হোটেলের গ্র্যান্ড বলরুমে রোববার দিনব্যাপী দ্বিতীয় আন্তজাির্তক কনফারেন্স অন কাডির্ওকেয়ার ২০১৮ অনুষ্ঠিত হয়। রাজধানীর ইউনিভাসের্ল কাডির্য়াক হাসপাতালের (প্রাক্তন-আয়েশা মেমোরিয়াল কাডির্য়াক হাসপাতাল) আয়োজনে উক্ত কনফারেন্সের উদ্বোধনীপবের্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। ইউনিভাসের্ল কাডির্য়াক হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবতীর্র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জি. এম. সালেহ উদ্দীন, স্বাচিপ সভাপতি ডা. এম ইকবাল আসর্লান, জ্যেষ্ঠ কাডির্য়াক সাজর্ন প্রফেসর এস. আর. খান এবং হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভাসের্ল কাডির্য়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবতীর্। কনফারেন্সে দেশ-বিদেশের ২৩ জন খ্যাতনামা হৃদরোগ চিকিৎসক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। সেই সঙ্গে প্রায় অধর্শতাধিক চিকিৎসক দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল অথর্নীতিতে হৃদরোগের চিকিৎসায় সামাজিক, আথির্ক ও সরকারি নীতির ওপর প্রভাব-সংক্রান্ত আলোচনা করেন এবং জটিল হৃদরোগের আধুনিক চিকিৎসা নিয়ে বিশ্লেষণ করেন। কনফারেন্সে প্রায় সাত শতাধিক হৃদরোগ বিশেষজ্ঞ ও কাডির্য়াক সাজর্ন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি