সাতক্ষীরায় থানা ঘেরাওয়ের চেষ্টা

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫

প্রকাশ | ১৯ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৪ জুলাই ২০২৪, ১৬:৫৯

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কোটাবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়, তুফান কোম্পানি মোড় হয়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে জমায়েত হয়ে কোটা সংস্কারের বিভিন্ন স্স্নোগান দিতে থাকেন। একপর্যায়ে ওই জমায়েত থেকে হঠাৎ ২০-২৫ জনের আন্দোলনকারীদের একটি গ্রম্নপ নেতৃত্ব দিয়ে বিশাল একটি মিছিল নিয়ে সদর থানা ঘেরাও করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কনস্টেবল নাদিম, এএসআই জিলস্নুর রহমান ও ডিবি পুলিশের এএসআই শাহনুর হোসেন আহত হন। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ১৫ জনকে আটক করে। আন্দোলনকারীরা এ সময় আরও ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে একটি সাউন্ড গ্রেনেড ও ফাঁকা ৩ রাউন্ড রাবার বুটেল ছুড়ে থানার গেট থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে থানা এলাকা ত্যাগ করেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ইমরান হোসেন বলেন, 'বুধবার রাত থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৫ জন আন্দোলনকারী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় যাওয়া হয়েছিল।'