বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

প্রকাশ | ৩০ জুলাই ২০২৪, ০০:০০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও প্রিন্টের হাফ হাতা গেঞ্জি। সোমবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজের মিটফোর্ড ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তার মোর্শেদ। তিনি বলেন, 'বুড়িগঙ্গা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃতু্য হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতু্যর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।'