সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
সংসদ ভবন থেকে
লুট হওয়া ৪০
অস্ত্র ফেরত
ম যাযাদি রিপোর্ট
সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে লুট হওয়া ৪০টি অস্ত্র শিক্ষার্থীরা ফিরিয়ে দিয়েছেন।
সচিবালয়ের নিরাপত্তার কাজে সংশ্লিষ্ট এক ব্যক্তি অস্ত্র ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে কথা বলতে জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস তানভীর হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কয়েকটি সংবাদমাধ্যম তাকে উদ্ধৃত করে লিখেছে, জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের ৪০টি অস্ত্র কেড়ে নিয়েছিল জনতা। পরে শিক্ষার্থীরা
সেগুলো জমা দিয়েছে।
অস্ত্র ফেরত দেওয়া শিক্ষার্থীরা 'দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে' বলেও মন্তব্য করেছেন তানভীর হাসান। সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার দেশ ছাড়েন। সেই খবরে জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনে ঢুকে পড়ে উলস্নাস করে।
পতাকা হাতে সংসদ ভবনের ছাদে উঠে পড়েন অনেকে, অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে উলস্নাস করেন, সেখানে তাদের সিগারেট টানতে ও সেলফি তুলতে দেখা যায়। কেউ
গোসলে নেমে পড়েন সংসদের লেকে। সংসদ ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন
তারা। চেয়ার বসে ছবি তোলেন। কেউ
নাচানাচি আর হৈ হুলেস্নাড় করছিলেন।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে দামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, চেয়ার, লেপ, হাঁস, বালতি, মাছ, মাংস নিয়েও বের
হতে দেখা যায় অনেককে।
সংখ্যালঘুদের ওপর হামলায় ইইউ রাষ্ট্রদূতদের উদ্বেগ
ম যাযাদি ডেস্ক
সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতরা।
মঙ্গলবার বিকালে ঢাকায় ইইউ দূতাবাস
এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ
তথ্য জানিয়েছে।
ইইউ দূতাবাসের পোস্টে বলা হয়েছে, 'ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানাই।'
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বলেছেন, 'আমরা জরুরিভিত্তিতে সংযত থাকতে, সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও
মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে সব বাংলাদেশিকে আহ্বান জানাই।'