হলে উঠেছেন কিছু শিক্ষার্থী, ক্যানটিন না খোলায় ভোগান্তি
প্রকাশ | ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ঘোষণার পর মঙ্গলবার থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। এরপর হলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা, তবে সংখ্যায় কম। এর মধ্যে হাতে গোনা কয়েকজনই উঠেছেন হলে। ক্যানটিন না খোলায় ভোগান্তিতে পড়েছেন তারা।
বুধবার বিভিন্ন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হলগুলোতে গড়ে ২০ থেকে ৪০ জনের মতো অবস্থান করছেন। শিক্ষার্থী কম আসায় এখনো ক্যানটিন চালু করা হয়নি। আবার অনেকেই দেশে চলমান পরিস্থিতিতে হলে আসতে ইতস্তত বোধ করছেন বলেও জানান তারা।
স্যার এ এফ রহমান হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুল বলেন, 'মঙ্গলবার রাতে আমরা ১৫ জন হলে ছিলাম। হলে সব ধরনের সুবিধা আছে। তবে শিক্ষার্থী কম হওয়ায় ক্যানটিনগুলো এখনও খোলেনি। এতে খাওয়া-দাওয়ায় একটু কষ্ট হচ্ছে।'
তিনি আরও বলেন, 'মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে দিলেও প্রভোস্ট বা হাউজ টিউটর কাউকে দেখা যায়নি। সকাল থেকে অফিস খোলা রয়েছে এবং হলে কর্মকর্তা-কর্মচারীরা কাজে এসেছেন।'
নাম প্রকাশে অনিচ্ছুক বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থী বলেন, 'আমরা হলে উঠতে চাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে দিয়েছে। তবে ঢাকাসহ দেশের নানা জায়গায় দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে। সেই আশঙ্কা থেকে এখনো হলে ফিরিনি। আবার এদিকে ক্যানটিনও খোলেনি, খাওয়া-দাওয়ার সমস্যা।'
এদিকে রেজিস্ট্রার বিল্ডিং ঘুরে দেখা গেছে, সব দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। তবে শিক্ষার্থীরা কম থাকায় সেই চিরচেনা ব্যস্ততা দেখা যায়নি। উপাচার্যের ব্যক্তিগত সহকারী আরাফাত জানান, সবাইকে কাজে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে সবাই কাজে যোগদান করেছেন।