সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
খুলনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা ম খুলনা অফিস খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন, খুলনা থানার সাবেক ওসি আশরাফুল ইসলাম ও এসআই মনিরের বিরুদ্ধে হত্যা মামলা আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বাবুল কাজীকে হত্যার অভিযোগ আনা হয়। মামলরা বিবরণে বলা হয় ২০২১ সালের ২৯ মার্চ বিএনপি কর্মসূৃচি চলাকালে মো. বাবুল কাজী পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে খুলনা মহানগর হকিম আনিচুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত। রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃতু্য ম যাযাদি রিপোর্ট রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. নুরুজ্জামান হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সিভিল অ্যাভিয়েশনের চিফ ইঞ্জিনিয়ারের গাড়িচালক ছিলেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের সহকর্মী জামাল জানান, নুরুজ্জামান সিভিল অ্যাভিয়েশনের চিফ ইঞ্জিনিয়ারের গাড়িচালক ছিলেন। সকালে অফিসে যাওয়ার সময় বিমানবন্দর কাওলা স্টাফ কোয়াটারের সামন দিয়ে রাস্তা পারাপার হতে গেলে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত নুরুজ্জামান কাওলা স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হাজিপাড়া গ্রামে। তার বাবার নাম ইসমাইল হোসেন হাওলাদার। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বিমানবন্দর থানা পুলিশকে জানিয়েছি। মিয়ানমারে সংঘাত সীমান্ত দিয়ে পালিয়ে এলো বিজিপির আরও ১৩ সদস্য ম টেকনাফ প্রতিনিধি মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে ফের কক্সবাজারের টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নিল মিয়ানমারের বিজিপির আরও ১৩ সদস্য। বুধবার সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফনদী দিয়ে মিয়ানমারের ১৩ জন বিজিপি সদস্য পালিয়ে আসে। তাদের নিরাস্ত্র করে বিজিবি হেফাজতে নিয়েছেন। টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ নতুন করে ১৩ সদস্য মিয়ানমার বিজিপির সদস্য পালিয়ে আশ্রয় গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন। এই নিয়ে গত জুলাই মাস থেকে এই পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য বিজিবির হেফাজতে রয়েছে। তাদের টেকনাফের দমদমিয়াস্থ বিজিবি রেস্ট হাউসে রাখা হয়েছে। এর আগে গত ফেব্রম্নয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারের ফেরতও পাঠানো হয়।