সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিএমএইচে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের অগ্রগতি

প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রম্নত সুস্থ করে তোলার লক্ষ্যে সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ২১৯ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে চিকিৎসাধীন আছেন এবং অন্যরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতিদ্রম্নত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা দিতে তৎপর রয়েছে। আইএসপিআর