চট্টগ্রামে জাহাজে বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

প্রকাশ | ২৪ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
চট্টগ্রামের কণর্ফুলী উপজেলার শিকলবাহা এলাকায় নদীতে ভাসমান একটি জাহাজে বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নোয়াখালীর বাসিন্দা রাশেদ (২১) ও কুমিল্লার বাসিন্দা মাসুম (২৩)। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শিকলবাহা ইউনিয়নের দ্বীপ কালা মোড়ল এলাকাসংলগ্ন কণর্ফুলী নদীতে ভাসমান দেশ-১ জাহাজে এ ঘটনা ঘটে বলে কণর্ফুলী থানার এসআই মো. আব্দুল মতিন জানিয়েছেন। এসআই মতিন বলেন, জাহাজটি তেল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। নদীতে থাকা জাহাজে শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন। ‘এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে এক শ্রমিক জাহাজের ওপর পড়ে মারা যান। অন্যজন পানিতে ছিটকে পড়েন। আরও তিনজন আহত হয়েছেন বলে শুনেছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।’ জাহাজে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; বক্তব্যের জন্য মালিকপক্ষ বা জাহাজের ক্যাপ্টেনকেও পাওয়া যায়নি। এ ঘটনায় আহত কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০) নামের দুই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কামরুল নোয়ালাখী জেলার ফোরকান মিয়ার ছেলে, আমজাদ মিরসরাইয়ের বাসিন্দা। আহত আরেকজনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এবিষয়ে এসআই মতিন বলেন, ‘হয়তো স্থানীয় কোনো হাসপাতালে অন্য একজনকে ভতির্ করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আমরা তিনজন আহত হওয়ার কথাই শুনেছি।’