সিলেটের উন্নয়নে ৬ মেয়রপ্রাথীর্র অঙ্গীকার

প্রকাশ | ২৪ জুলাই ২০১৮, ০০:০০

সিলেট অফিস
সিলেট সিটি করপোরেশন নিবার্চনের ছয় মেয়রপ্রাথীর্ নগর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। তাদের মধ্য থেকে যিনি নিবাির্চত হবেন তাকেই নগর উন্নয়নে সহযোগিতা করে যাবেন অন্য প্রাথীর্রা। সিসিক নিবার্চন-২০১৮ সামনে রেখে সিলেটে দৈনিক যুগান্তর আয়োজিত ‘কেমন মেয়র চাই’ শীষর্ক গোলটেবিলে মেয়রপ্রাথীর্রা এ অঙ্গীকার করেন। দুপুরে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত গোলটেবিলে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রাথীর্ মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত মেয়রপ্রাথীর্ দলের কেন্দ্রীয় কাযর্করী কমিটির সদস্য সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কেন্দ্রীয় নেতা মেয়রপ্রাথীর্ ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বামদলের মেয়রপ্রাথীর্ মো. আবু জাফর, স্বতন্ত্র প্রাথীর্ মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও স্বতন্ত্র প্রাথীর্ এহসানুল হক তাহের। যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোটার্র মাহবুবুর রহমান রিপনের সঞ্চালনায় আলোচকদের মধ্যে মেয়রপ্রাথীের্দর কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং নগর পরিকল্পনাবিদ ড. জহির বিন আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবতীর্ জুয়েল, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সুশাসনের জন্য নাগরিক- সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিম, পরিবেশকমীর্ হাসান মুশের্দ ও সিলেট মেট্রোপলিটন ইউনিভাসিির্টর সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচাজর্ সংগ্রাম সিংহের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে গোলটেবিলের সমাপনী হয়।