বাসায় ফিরেছেন রাশেদ খান মেনন

প্রকাশ | ২৪ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
১৮ দিন চিকিৎসা শেষে সোমবার হাসপাতাল থেকে বাসায় ফিরেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন Ñযাযাদি
প্রায় ১৮ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী ও ওয়াকার্সর্ পাটির্র সভাপতি রাশেদ খান মেনন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতাল ছাড়েন তিনি। মন্ত্রী প্রতিদিন হুইল ওয়াকার চেয়ারে ভর দিয়ে সকাল ও সন্ধ্যা দুবেলা ৮ মিনিট করে হঁাটেন। তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামশর্ দিয়েছেন চিকিৎসকরা। মেনন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রায় ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় যাচ্ছি। মহান সৃষ্টিকতার্র কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসুস্থ থাকাকালীন প্রধানমন্ত্রী তার প্রতিনিধি পাঠিয়ে যেভাবে আমার খেঁাজখবর নিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা জানাই। এছাড়া অথর্মন্ত্রী, সেতুমন্ত্রীসহ মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যরা যারা আমার নিয়মিত খোঁজ নিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বতর্মানে দেশেই চিকিৎসার গুণগতমান বহুগুনে বৃদ্ধি পেয়েছে। দেশের বাইরে চিকিৎসার জন্য যাওয়ার তেমন কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না।’ হাসপাতালে অবস্থানকালেই বেশকিছু দাপ্তরিক কাজ করেছেন মন্ত্রী। বাসায় অবস্থানকালীন আগামী দুই সপ্তাহ তিনি বাসাতেই জরুরি ফাইলপত্র দেখবেন বলে জানান মেনন।