সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
মোহাম্মদপুরে যৌথবাহিনীর
অভিযানে গ্রেপ্তার ২৯
ম যাযাদি ডেস্ক
গণ-অভু্যত্থানের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মধ্যে ১০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। আহত অর্ধশতাধিক। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। কারণ ছিনতাই-ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সর্বশেষ সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে পৃথক ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, সোমবার দিনগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল যৌথভাবে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি ও ৫টি চাপাতি উদ্ধার করা হয়।
পৃথক আরেক অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
এআইজি সাগর আরও বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতি মামলায় তিনজন সক্রিয় ডাকাত সদস্য, দসু্যতা মামলায় পাঁচজন, চুরি মামলায় তিনজন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দুজনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রামের মেয়র
শাহাদাতের শপথ
৩ নভেম্বর
ম যাযাদি ডেস্ক
নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনী ট্রাইবু্যনালের রায়ে নির্বাচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন শপথ নেবেন আগামী ৩ নভেম্বর।
স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ সেদিন মেয়রকে শপথ পড়াবেন বলে স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।
ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ওই মাসেই নির্বাচনী ট্রাইবু্যনালে মামলা করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত। সরকার পরিবর্তনের পর এ বছরের ১ অক্টোবর সেই মামলার রায়ে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচনী ট্রাইবু্যনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন। আদালতের রায় অনুযায়ী ইসি সচিবালয় ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনের বিজ্ঞপ্তি জারি করে। এরপরই তার শপথের উদ্যোগ নেওয়া হলো। সোমবার স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়, ৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায়
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান হবে।
প্রবল আন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর সব সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক বসানো হয়েছিল। এখন কেবল চট্টগ্রাম সিটিতেই একজন মেয়র দায়িত্বে থাকবেন।