ব্রেকিং ইনেরশিয়া, ক্রিয়েটিং মোমেন্টাম এই স্স্নোগানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কোচ কাঞ্চন একাডেমির 'গ্রোথ কনফারেন্স'। একইসঙ্গে এদিন বিকালে অনুষ্ঠিত হয় 'ব্রেইভ ব্যাচ-২' এর গ্রাজুয়েশন সেরেমনি।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে দিনব্যাপী গ্রোথ কনফারেন্সে তরুণ উদ্যোক্তা, করপোরেট লিডার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবীসহ এক হাজারেরও বেশি উদ্যোক্তা অংশ নেন।
অনুষ্ঠানের প্রথমভাগে সকালে ব্রেক থ্রম্ন টু বিজনেস সাকসেস বিষয়ে কথা বলেন, কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক হ্যাপিনেস কোচ ও ব্রেইন ট্রেইনার কোচ ইলিয়াস কাঞ্চন।
দ্বিতীয় অংশে সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাডেমির ব্রেইভ-হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রামের ব্যাচ ২ এর গ্র্যাজুয়েশন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়। ব্রেইভ ব্যাচ-২ এর ৪৪ জন শিক্ষার্থীকে উত্তরীয় পরিয়ে এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এই জমকালো আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানে কোচ কাঞ্চন বলেন, 'আমি অনেক লস করে ট্রাজেডির মধ্য দিয়ে আজকের সফল অবস্থানে এসেছি। আমি চাই না আমার মতো আপনারাও এত কষ্ট করেন। তাই আমার সব লার্নিং আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করছি। এই মহামিলনমেলা বাংলাদেশের ই-লার্নিং ইতিহাসে এক নতুন ইতিহাসের সূচনা করল। ইতিহাসের পথ বেয়েই আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। এই আয়োজন ই-লার্নিং সম্বন্ধে মানুষের আস্থা বাড়াবে।'
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি প্রশিক্ষণার্থী কোচ কাঞ্চন একাডেমির বিভিন্ন সেশনে অংশ নিয়ে উপকৃত হয়েছেন। কোচ কাঞ্চনের বই পড়েছেন ৫০ হাজারেরও বেশি পাঠক। সংবাদ বিজ্ঞপ্তি