সুনামগঞ্জে বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার
প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
সুনামগঞ্জ শহরের হাছননগর আবাসিক এলাকার একটি বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন নিহতদের বাসার পাশের ইউনিটের ভাড়াটিয়ার দুই ছেলে। তবে তাদের মা নার্গিস বেগমকে (৬০) অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহের পাশে পড়ে থাকা রক্তাক্ত একটি বটি জব্দ করার পর পুলিশের ধারণা, বটি দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)। তারা শহরের এসপির বাংলো সংলগ্ন একতলা টিনশেড বাসার একটি ইউনিটের ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, একতলা টিনশেড বাসার দুটি ইউনিটে ভাড়া থাকতেন ফরিদা বেগম ও নার্গিস বেগম। তারা পরস্পর খালাতো বোন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাজের মহিলা নূরজাহান এসে প্রধান গেট খোলা পেয়ে বাসায় ঢোকেন। তিনি দেখতে পান ফরিদা বেগমের ছেলে মিনহাজের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে। তিনি তখনই বিষয়টি প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মা ও ছেলের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। এর পাশেই অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন প্রতিবেশী নার্গিস বেগম। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, 'খবর পেয়ে মা-ছেলের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাদের দু'জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের পাশে একটি রক্তাক্ত বটি পড়ে ছিল, সেটি উদ্ধার করা হয়েছে।'