কুষ্টিয়ার পদ্মা নদীতে নিখোঁজ এএসআইর মরদেহ উদ্ধার
প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিখোঁজ পুলিশের দুই উপসহকারী পরিদর্শকের (এএসআই) মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার শিলাইদহ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শিলাইদহ ঘাট এলাকার পদ্মা নদীর মাঝামাঝি এলাকায় এএসআই সদরুল আলমের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সেটি উদ্ধার করে। তবে আরেকজন এখনো নিখোঁজ রয়েছেন।
এর আগে সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসসহ খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
গত সোমবার ভোরে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকার পদ্মা নদীতে নৌকাযোগে আসামি ধরতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।