অরবিস প্রেজেন্টস 'মেহরীন'স আই ক্যাম্প' অনুষ্ঠিত

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
অরবিস প্রেজেন্টন'স আই ক্যাম্প' বুধবার গাজীপুরে অবস্থিত ছায়াবীথি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিনা খরচে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং তাদের পিতা-মাতাদের চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এই ইভেন্টে সহযোগিতায় ছিল একমি ল্যাবরেটরিস এলটিডি, সন্ধানী এবং ডেন কেক। ইভেন্টটি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মেহরীন এবং গত ৯ বছর ধরে তিনি এই চক্ষু ক্যাম্পটি করে আসছেন। সংবাদ বিজ্ঞপ্তি