ইআরবিতে ট্র্রেজারার হিসেবে যোগ দিয়েছেন এ. এস. এম. মামুনুর রহমান খলিলী

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআরবি) নতুন ট্রেজারার হিসেবে যোগ দিয়েছেন এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত)। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনের আলোকে গতকাল বৃহস্পতিবার তিনি যোগ দেন। নবনিযুক্ত ট্রেজারারকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বরণ করে নেন। এ সময় নবনিযুক্ত ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, 'ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত।' তিনি মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে বলেন, 'সততা ও ন্যায়নিষ্ঠা বজায় রেখে আধুনিক, যুগোপযোগী, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানসম্মত শিক্ষা ব্যবস্থার আলোকে একটি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে মেধা ও পরিশ্রমের সমন্বয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।' এরপর জুলাই বিপস্নবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রম্নত সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি