সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের ৫ দিনের রিমান্ড ম যাযাদি রিপোর্ট বিএনপিকর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহরা মাহবুব এ আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপস্নব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করার পাশাপাশি আন্দোলনে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় মোকতাদির এজাহারনামীয় ৩৫ নাম্বার আসামি। মেট্রোরেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ ম যাযাদি ডেস্ক দ্রম্নতগতির গণপরিবহণ মেট্রোরেল ভ্রমণের নিজস্ব কার্ড ম্যাসর্ যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একইসঙ্গে বন্ধ নষ্ট কার্ডগুলোর নবায়ন কার্যক্রম। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইসু্য করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বর্তমানে মেট্রোরেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে। তবে শুক্রবার চলাচল করে দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। নবজাতকের মরদেহ উদ্ধার ম যাযাদি ডেস্ক রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকা থেকে অজ্ঞাত একদিন বয়সি এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জাফরাবাদ নতুন রাস্তার গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাজারীবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সংবাদ মাধ্যমকে বলেন, 'বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে আমরা খবর পেয়ে জাফরাবাদ একটি গলির ভেতরে যাই। সেখানে দুই বাড়ির মাঝের ফাঁকা জায়গা থেকে ওই নবজাতককে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান নবজাতক আগেই মারা গেছে।' তিনি বলেন, 'কে বা কারা ওই নবজাতককে এই ফাঁকা জায়গায় ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'