বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ডিবেট ক্লাবের আয়োজনে শহীদ সেলিম স্মরণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। তিন দিনের এই প্রতিযোগিতায় দেশের বাছাইকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল অংশ নেয়।
আয়োজনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের বাবা-মায়ের নামে ৫০ লাখ টাকার শফিউদ্দিন-তসরিফা স্কলারশিপ ফান্ড প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই হয়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জায়ান্ট গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ'র সাবেক সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অন্তর্র্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশেষ অতিথি ছিলেন- বিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চট্টগ্রাম বিইউএফটি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, বিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য সালাহউদ্দিন আহমেদ, জায়ান্ট গ্রম্নপের চেয়ারম্যান ফিরোজ হাসান, মিসেস শারমিন হাসান, সাবেক শিক্ষার্থী শহীদ মো. সেলিম তালুকদারের বাবা মো. সুলতান তালুকদার।
উদ্বোধনী বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নাবী খান।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- পরিবেশ উপদেষ্টা। এ ছাড়া বিইউএফটি'র পাঁচ শিক্ষার্থীকে টেক্সটাইল ট্যালেন্ট হান্টে সাম্প্রতিক অর্জনের জন্য বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিল- টিম গ্রম্নপ, পশমি সোয়েটারস লিমিটেড, কাইজার নিটওয়্যারস লিমিটেড, এম এন্ড জে গ্রম্নপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি