কৃষি প্রণোদনা ও পুনর্বাসনে ভাগ্য বদলাচ্ছে কৃষকের

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০

মন্তোষ চক্রবর্তী, হাওড়াঞ্চল
সারাদেশে ৪২ লাখ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় আনছে কৃষি অধিদপ্তর। এই কর্মসূচির মাধ্যমে চলতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেওয়া হচ্ছে। এ বছরের কয়েক দফা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। তাই আসন্ন রবি মৌসুমে বোরো ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষকরা যাতে নিরবচ্ছিন্নভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেন এ জন্যই সরকারের এ উদ্যোগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্টের মাঝামাঝি আকস্মিক বন্যায় দেশের নোয়াখালী, কুমিলস্না, চাঁদপুর, মুন্সীগঞ্জ, কক্সবাজার, সুনামগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, লক্ষ্ণীপুর, নাটোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, যশোর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদীসহ ২৩ জেলা পস্নাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৩ লাখ ৭২ হাজার ৫১৪ হেক্টর জমি। বন্যায় কৃষিতে অর্থনৈতিক ক্ষতি হয় প্রায় ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। আর ক্ষতিগ্রস্ত হন ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন কৃষক। এছাড়াও চলতি বছরের জুলাই মাসে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জামালপুর, শেরপুর নেত্রকোনা, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জসহ ১৩ জেলায় ১ লাখ ৫ হাজার ৪০৪ হেক্টর জমি আক্রান্ত হয়। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় ৮২ হাজার ২৩১ হেক্টর। ফসল উৎপাদনের ক্ষতির পরিমাণ ৩ লাখ ৫৫ হাজার ৬৪৪ মেট্রিক টন। এর অর্থনৈতিক ক্ষতি প্রায় এক হাজার ২৫৮ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হন ৩ লাখ ৯১ হাজার ৫৬০ জন কৃষক। সূত্র মতে, বর্তমান সরকার কৃষকের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ বছর কৃষক পুনর্বাসনে ব্যয় হওয়ার কথা ২০৬ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। আর কৃষিতে প্রণোদনা দেওয়া হচ্ছে ২৭৩ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা। এ কর্মসূচি চলমান বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফলে চাষাবাদ পদ্ধতিতে সরকার প্রদত্ত প্রণোদনা অতিরিক্ত উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে। কৃষকের কঠোর পরিশ্রমের সঙ্গে সরকার প্রণোদনা দেশকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। কোনো অনিয়ম ও বিশৃঙ্খলায় যেন এ কার্যক্রম ব্যাহত না হয় সেদিকে সবার দৃষ্টি রাখা উচিত।