নৌ-পরিবহণ উপদেষ্টার মোংলাবন্দর সফর

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর প্রথমবার মোংলাবন্দর পরিদর্শন করেন। মোংলা বন্দরের কনফারেন্স রুমে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টাকে প্রধান অতিথি করে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। আলোচনা সভায় শেষে উপদেষ্টা পশুর চ্যানেলের বিভিন্ন স্পট পরিদর্শন করেন। এছাড়াও ঠঞগওঝ (মোংলা), ওয়েস্ট ম্যানেজমেন্ট এরিয়া ও স্থায়ী বন্দর জেটি এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকদের উদ্দেশে নৌপরিবহণ উপদেষ্টা বলেন, 'মোংলাবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে। মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ সমুদ্র বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দরকে আরও আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে ও কিছু প্রকল্প ভবিষ্যৎ উন্নয়নের জন্য হাতে নেওয়া হয়েছে।' সংবাদ বিজ্ঞপ্তি