স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে ৪ নভেম্বর বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। ছাত্র কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর মো. মঈন উদ্দিন খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার, ছাত্র কল্যাণ ট্রাস্টের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া, বাংলাদেশ গণ অধিকার পরিষদের মহাসচিব ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সদস্য মো. ফারুক হাসান, গণ অধিকার পরিষদের সদস্য মো. তারেক এবং ছাত্র কল্যাণ ট্রাস্টের পরিচালক মুসতাকিমা ইসলাম মীম প্রমুখ। সাক্ষাৎকালে প্রতিনিধি দল উপদেষ্টাকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরি বলে তাগিদ দেন এবং স্বাস্থ্য-শিক্ষা খাতে যথাযথ শিক্ষক নিয়োগ ও তাদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি