বিমান বাহিনী প্রধানের চীন গমন
প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শুক্রবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর দেশটি সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠিতব্য ্তুঞযব ১৫:য ঈযরহধ ওহঃবৎহধঃরড়হধষ আরধঃরড়হ ধহফ অবৎড়ংঢ়ধপব ঊীযরনরঃরড়হ (তযঁযধর অরৎংযড়)ি্থ ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশ নেবেন। এ ছাড়া তিনি ঈযরহবংব চখঅ অরৎ ঋড়ৎপব-এর বিভিন্ন ইউনিট ও কলেজ এবং ঈযরহধ ঘধঃরড়হধষ অবৎড়-ঞবপযহড়ষড়মু ওসঢ়ড়ৎঃ ধহফ ঊীঢ়ড়ৎঃ ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ (ঈঅঞওঈ) ঐবধফয়ঁধৎঃবৎং পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। আইএসপিআর