বরিশালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

বরিশাল অফিস
বরিশাল নগরীর উত্তর প্রান্তের তালতলী এলাকার কাজীবাড়ীতে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন একজন। মঙ্গলবার এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হারুন (৩০) ও রফিক (২৬)। আহত নাসিরকে (৩০) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে। কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। বরিশাল ফায়ার সাভিের্সর সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, স্থানীয় সুলতান ফরাজীর একতলা বাড়ির দোতলার নিমার্ণকাজের সময় সেন্টারিংয়ের কিছু কাঠ পাশের টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেই কাঠ উদ্ধার করতে শ্রমিকরা সেপটিক ট্যাংকে নামলে ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং একজন গুরুতর অসুস্থ হয়। হতাহতদের সবাইকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।