অস্ত্র তৈরি করে বিক্রি করছিল মজিবর!

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলার পিকনিক কনাের্র বসে বিভিন্ন মডেলের অস্ত্র তৈরির সময় মজিবর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে পাঁচটি পাইপগানসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। র?্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিব এক প্রেস বাতার্য় জানান, মঙ্গলবার পিকনিক কনার্র থেকে মজিবরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালায় র‌্যাব। এ সময় মজিবর অস্ত্র তৈরির কথা স্বীকার করে। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পাঁচটি পাইপগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম হিসেবে একটি লোহা কাটার মেশিন, চারটি লোহা কাটার বেøড, একটি স্যান্ড পেপার, একটি ছোট কুঠার, একটি ছোট হ্যামার, একটি লোহার পাইপ, একটি বাটালি, একটি ক্লিনিং রড, একটি রিকয়েল স্প্রিং ও একটি ছুরি উদ্ধার করা হয়। প্রেস বাতার্য় আরও জানানো হয়, ওই অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম সম্পকের্ জিজ্ঞাসাবাদে মজিবর রহমান কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের এক পযাের্য় তিনি জানান, দীঘির্দন ধরে অস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন তিনি। মজিবরের বাড়ি বাগেরহাট জেলায়। তাকে মোংলা থানায় সোপদর্ করা হয়েছে।