উদ্ভাবনী কর্মশালা এমআইএসে

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অডিটরিয়ামে দিনব্যাপী উদ্ভাবনী কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরসহ মোট সাতটি দপ্তর তাদের নিজ নিজ উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করে। কর্মশালায় সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি. এম. সালেহ উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআইয়ের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সরোয়ারসহ মন্ত্রণালয় ও দপ্তরগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা বর্ণিল সাজে সাজানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ থেকে উদ্ভাবনী উদ্যোগের মধ্যে মোট ২৯টি উদ্যোগ কর্মশালায় প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি