সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
'জীবন' পেলেন মোনা লিসা! যাযাদি ডেস্ক লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনা লিসাকে জ্যান্ত রূপ দিয়েছেন এআই গবেষকরা। মোনা লিসার একমাত্র ছবি থেকে ভিডিও বানানো হয়েছে। যাতে দেখা গেছে মডেলটি তার মাথা, চোখ এবং মুখ নড়াচড়া করছে- খবর: বিবিসির মস্কোতে স্যামসাংয়ের এআই গবেষণা ল্যাবরেটরি 'ডিপফেইক এআই' প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এমনটা করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। স্যামসাংয়ের অ্যালগরিদমটি ইউটিউব থেকে নেয়া সেলিব্রেটিদের ৭০০০ ছবির একটি পাবলিক ডেটাবেইজ দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ছবি জীবন্ত করতে ফেসিয়াল ফিচার এবং নড়াচড়া ম্যাপ করে এআই ব্যবস্থাটি। ডিপফেইক এআই প্রযুক্তি দিয়ে সালভাদর দালি, অ্যালবার্ট আইনস্টাইন, ফিয়োদর দস্তয়েভস্কি এবং মেরিলিন মনরোর মতো ব্যক্তিরও ভিডিও বানানো হয়েছে। তবে নানাভাবে ডিপফেইক প্রযুক্তির অপব্যবহার করা যেতে পারে বলে ইতোমধ্যে এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। বিদু্যৎস্পৃষ্ট হয়ে বিদু্যৎ মিস্ত্রীর মৃতু্য পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা গাইবান্ধার পলাশবাড়ীতে পলস্নী বিদু্যতের লাইনের কাজ করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্টে আসাদুল ইসলাম (৩৫) নামে এক বিদু্যৎ মিস্ত্রীর মৃতু্য হয়েছে। এ সময় আহত হয়েছেন সহযোগী আরও তিনজন। শনিবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামারজামিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম জেলার সাঘাটা উপজেলার জুম্মারবাড়ী এলাকার বাসিন্দা। আহত তিনজনের মধ্যে সাইফুল ও শামীমের নাম জানা গেছে। সবার বাড়ি জুম্মারবাড়ী এলাকায়। স্থানীয়রা জানান, দুপুরে খামারজামিরা গ্রামে আসাদুল ও তার তিন সহযোগী পলস্নী বিদু্যতের ২নং ফিডারে সংযোগ লাইনে কাজ করছিলেন। এ সময় বিদু্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আসাদুলের মৃতু্য ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেয়াল ধসে শ্রমিকের মৃতু্য বান্দরবান প্রতিনিধি বান্দরবানের বলিপাড়ায় দেয়াল ধসে পরিমল দাস (৪৫) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। এ সময় আরও দুজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বাজার এলাকায় বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে ৩ জন শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। পরে পরিমলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃতু্য হয়। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল হক জানান, বলিপাড়া বিজিবি ব্যাটালিয়নের একটি পরিত্যক্ত ভবনের মধ্যে সিমেন্টের বস্তা রাখাছিল। ভবন থেকে সিমেন্ট নিতে গেলে দেয়াল ধসে এ ঘটনা ঘটে। অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের রূপপুর দক্ষিণপাড়ার উরির চরে করতোয়া নদীর অববাহিকায় অজ্ঞাত এক শিশুর লাশ পাওয়া গেছে। শনিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৮/১০ বছর বয়সি শিশুটির পরনে ছিল নীল-সাদা চেক গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট। শিশুটির কোমরে কালো সুতোয় বাঁধা একটি তাবিজ আছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা শিশুটিকে অপহরণের পর হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।