বান্দরবানে অপহৃত আ'লীগ নেতার লাশ উদ্ধার

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে অপহরণের তিন দিন পর সাবেক কমিশনার চথোয়াই মং মারমার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে থোয়াইংগ্য পাড়া আগা ও জডার্ন পাড়ার মধ্যবর্তী একটি বাঁশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ৫ নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার ও পৌর আ'লীগের সহসভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানায়, অপহরণের ৩ দিন পর শনিবার সকালে স্থানীয়রা কাজে যাওয়ার সময় বাঁশ বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি অপহৃত চথোয়াই মং মারমার বলে শনাক্ত করেন তার স্বজনরা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উলেস্নখ্য, গত ২২ মে বুধবার রাত ৯টার দিকে কুহালং ইউনিয়নের উজিমুখ পাড়ার তার খামার বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় পুরাধন তঞ্চঙ্গ্যা নামের অপর এক কর্মীকে। তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া ৯ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয়মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। ১৯ মে বান্দরবানের রাজবিলায় আ'লীগের সমর্থক ক্যচিং থোয়াই মারমা (২৭) কে অপহরণের পর গুলি করে হত্যা করে।