চট্টগ্রাম পবিস-৩ এর ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় মীরসরাইস্থ 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম পলস্নী বিদু্যৎ সমিতি-৩ সম্প্রতি ডিজিটাল পদ্ধতিতে ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে। প্রশিক্ষণে সীতাকুন্ড উপজেলায় ৪০ জন, মীরসরাই উপজেলায় ২৫ জন এবং হাটহাজারী উপজেলায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় একজন প্রশিক্ষক ৩ উপজেলায় একইসাথে প্রশিক্ষণ প্রদান করতে পারছেন এবং সরাসরি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারছেন। ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে ব্যাপকভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিজ্ঞপ্তি