পাঁচ দফা দাবিতে আন্দোলনে যাবে বিজিএএ

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পদবী পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি হিসাবরক্ষণ অ্যাসোসিয়েশন (বিজিএএ)। শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুর রশিদ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার জরুরি পদক্ষেপ না নিলে তাদের পাঁচদফা দাবি বাস্তবায়নে ১৬ জুন থেকে ৩০ জুন প্রধানমন্ত্রীর দপ্তরে জেলা প্রশাসক ও সংসদ সদস্যদের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করা হবে। পরবর্তীতে মানববন্ধন, কলম বিরতি, জাতীয় শহীদ মিনারে গণজমায়েতসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাহাবুবুল ইসলাম, কার্যকরী সভাপতি আব্দুল হাই মোলস্না, কাজী শহীদুল ইসলাম, ইকবাল শরীফুল আখতার, মোখলেছুর রহমান, মো. রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি