আজ ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
আজ ৩ ডিসেম্বর ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘ ঘোষিত দিবসটির এবারের প্রতিপাদ্য 'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ'। বাংলাদেশসহ সারাবিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ বিষয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা বলেন, 'আপনারা নিশ্চয় অবগত আছেন গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণ-অভু্যত্থান সংঘটিত হয়। এই অভু্যত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মহুতির বিনিময়ে আমরা বাংলাদেশকে আজ নতুনরূপে পেয়েছি। এ দেশকে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।'
সমাজসেবা অধিদপ্তরের জরিপের সর্বশেষ তথ্য মতে, বাংলাদেশে বর্তমান প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৩৫ লাখ ২১ হাজার ৬০৬ জন। এরমধ্যে ২১ লাখ ৩২ হাজার ৭৮৭ জন পুরুষ, ১৩ লাখ ৮৫ হাজার ৯১১ জন নারী ও ২ হাজার ৯০৮ জন তৃতীয় লিঙ্গের। সংবাদ বিজ্ঞপ্তি