কদমতলীতে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে শনিবার মো. তানজিল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তানজিল চাঁদপুরের মতলব থানার মধ্য হাজীপুর গ্রামের মো. নবী হোসেনের ছেলে। বর্তমানে কদমতলীর দক্ষিণ ধনিয়া শাহী মসজিদ রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শেখ আকতার ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে খবর পেয়ে দক্ষিণ ধনিয়া শাহী মসজিদ রোডের ১৩৭৩/১/এ বাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তানজিলকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তানজিল একটি হোটেলে ওয়েটারের কাজ করতেন। রাতে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। পরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃতু্যর সঠিক কারণ জানা যাবে।