ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরিফ কমপেস্নক্সের উদ্যোগে মাসিক তাফসির, জেকের ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাফসির, তালিম ও দোয়া করেন- হযরত আলস্নামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা।
এ ছাড়া ওয়াজ করেন আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা তোজাম্মেল হক, দরবার শরিফের আট ফান্ডের উদ্যোক্তা ও প্রচার সম্পাদক মাওলানা মো. জাহিদুল ইসলাম, প্রফেসর মো. সোহরাব হোসেন, পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. মাহমুদুল হাসান মামুন ও মাওলানা মো. কামাল উদ্দীন প্রমুখ। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- হযরত মাওলানা মো. মাঈনুদ্দীন, মাওলানা ওযায়ের, যুগ্ম সম্পাদক শেখ জহির আহমেদ, সহ-সম্পাদক মো. সায়েম, রুহুল আমিন মেহেদী প্রমুখ।
বায়ানে জৈনপুরী পীর বলেন, 'বিগত পতিত খুনি সরকারের আমলে ভারত বাংলাদেশে যেভাবে আধিপত্য কায়েম করে এবং দেশ দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছিল, বর্তমানে তা ধ্বংস হয়ে যাওয়ায় ভারত ও হাসিনার ইন্ধনে ভারতে যেভাবে বাংলাদেশ দূতাবাসে আক্রমণ চালিয়েছে, আমরা এর নিন্দা এবং ভারতের কুচক্রী সরকারকে প্রতিহত করার আহ্বান জানাই।'
তিনি বলেন, 'আমাদের দেশ ছোট ও লোকসংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের ঈমানী শক্তি প্রবল ও শক্তিশালী যে, ভারতের মতো পরাশক্তিকে মোকাবিলা করতে সক্ষম হব, ইনশাআলস্নাহ।'
পরিশেষে জৈনপুরী পীর মাওলানা মাঈনদ্দীনকে খেলাফত প্রদানসহ বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী ও মাহফিলে আগত সবাইকে তওবা ও বায়াত করিয়ে এবং আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় মাসিক মাহফিলে সবাইকে দাওয়াত দিয়ে আখেরি মোনাজাত করেন। সংবাদ বিজ্ঞপ্তি