প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান

স্বৈরাচার বিদায় নিয়েছে এখন কাজ করার পালা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কাজ করার পালা। দেশকে গড়তে হবে, পুনর্গঠন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে। জনগণের আস্থা, আশা রক্ষা করাই এখন আমাদের বড় কাজ। বিএনপির কর্মী হিসেবে আপনি মানুষের কাছ থেকে যে সম্মান পান, সেটাকে ধরে রাখতে হবে।' 'রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি' বিষয়ে রোববার বরিশাল ও রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, 'আপনাদের সবাইকে মনে রাখতে হবে, জনগণ আপনাদের কোন আচরণ পছন্দ করে, কোনটা পছন্দ করে না- সেটা বুঝে কাজ করতে হবে। জনগণ পছন্দ করে না, এমন আচরণ থেকে আপনাদের বিরত থাকতে হবে। কারণ, বিএনপি বিশ্বাস করে, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের আস্থা অর্জন করে, জনগণকে ঐক্যবদ্ধ করে আপনাদের তা প্রমাণ করতে হবে।' তিনি বলেন, 'একটি রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা। আপনি যদি অন্য কিছুকে পুঁজি ভাবেন, অন্য কিছুতে মনোনিবেশ করেন তাহলে আজ, কাল, পরশু আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ১৫ বছর ধরে আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করেছে। জোর করে ক্ষমতায় টিকে ছিল। মানুষের অধিকারকে হরণ করেছিল। আজ কি তারা ক্ষমতা ধরে রাখতে পেরেছে? পারেনি। তাই আপনারা জনগণের আস্থা ধরে রাখতে কাজ করবেন।' বরিশাল শিল্পকলা একাডেমি ও রংপুর জেলা শিল্পকলা মিলনায়তনে রোববার বিকালে কর্মশালায় বরিশাল ও রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা যোগ দেন। বরিশালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। রংপুরে সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব। 'সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছাতে হবে' :এদিকে, রোববার রাজধানীর খিলক্ষেত ৪ এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মিসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 'দেশকে কীভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি তারই অংশ হিসেবে ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যদি কারও তাতে আপত্তি বা প্রস্তাবনা থাকে তাহলে ৩১ দফা থেকে সংস্কার কিংবা সংযোজন করা হবে। বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের।' তারেক রহমান বলেন, 'জনগণের সমর্থনকে যে কোনোভাবে অর্থাৎ ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে, সেভাবেই পরিচালিত হতে হবে।' তিনি বলেন, 'বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্যকিছু হয়ে থাকে তবে দু'দিন পর ছিটকে পড়ে যাবেন, জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন, তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন? তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ধরে রাখতে হবে।'