সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
এসআই নিয়োগ অর্থ লেনদেন না করতে পুলিশের সতর্কবার্তা ম যাযাদি ডেস্ক এসআই পদে নিয়োগ পেতে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রোববার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, 'এসআই পদে চলমান নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র 'মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে' প্রার্থী নির্বাচন করা হচ্ছে। নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।' কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রম্নতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে বার্তায়। প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানা বা পুলিশ সুপারের কার্যালয়ে জানানোর জন্য অনুরোধ করেছে সদর দপ্তর। এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গত ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন নেয় পুলিশ সদর দপ্তর। শারীরিক যোগ্যতায় বাছাইয়ের পর গত ২২ ও ২৩ নভেম্বর সংশ্লিষ্ট রেঞ্জের অধীন নির্ধারিত কেন্দ্রে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে এসে 'আর্থিক অনিয়মের' বিষয়ে সতর্ক করল পুলিশ সদর দপ্তর। মুরগির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় মুরগির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের তিনজন আহত হয়েছেন। রোববার (ভোরের দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহত তিনজন হলেন মো. রিয়াজ (৩০), দিপু (২৪) ও ইমরান হোসেন (২৪)। তারা ঢামেকে চিকিৎসাধীন। নিহত সাকিবের বাবা শরীফ মিয়া জানান, নরসিংদী থেকে ঢাকায় ট্রাকে করে মুরগি নিয়ে আসার সময় খিলক্ষেত এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে আমার ছেলেসহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে \হনিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানায়। সাকিব একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।