দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে ফ্রিল্যান্সিং :জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুলস্নাহ্‌ বলেছেন, কোনো ধরনের সরকারি সহযোগিতা ছাড়াই স্ব-উদ্যোগে দেশের ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিংয়ে দেশকে দ্বিতীয় স্থানে উন্নীত করেছেন। গার্মেন্টশিল্পের পর অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে ফ্রিল্যান্সিং। সোমবার রাজধানীর ধানমন্ডিতে ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (আইএসটি) আয়োজিত ফ্রেসার্স রিসিপশন-২০২৪ (নবীনবরণ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। উপাচার্য বলেন, 'শুধু তথ্যপ্রযুক্তির সিলেবাস সংস্কারের মাধ্যমে আগামী ১০ বছরে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স বাড়ানো সম্ভব। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইসিটি সিলেবাস সংস্কার এবং কর্মমুখী শিক্ষার চর্চা শুরু করলে দেশ থেকে বাহিরে যাওয়া দক্ষ জনশক্তি অন্তত দ্বিগুণ রেমিট্যান্স দেশে পাঠাতে সক্ষম হবে।' অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, গ্রিন ইউনির্ভাসিটির উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মো: শরীফ উদ্দিন। সভাপতিত্ব করেন ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সাবেক ডিন ইমেরিটাস প্রফেসর ড. শাহিদা রফিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহমুদা জামান, ইন্সটিটিউটের প্রশাসনিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানরা।