পুলিশ কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সারাদেশে রিক্রুট কনস্টেবল পদে সমাপনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে বাংলাদেশ পুলিশ রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সমাপনী অনুষ্ঠান স্থগিতের আদেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সারাদেশে পুলিশ ট্রেনিং সেন্টার তিন হাজার ৫শ ৪৯ জন কনস্টেবল পদে ট্রেনিং সেন্টারে রয়েছে বলে সূত্রে জানা গেছে। সূত্র বলছে, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২৪ সালের জানুয়ারিতে এ নিয়োগপ্রাপ্তদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪ জুন হতে সারাদেশের ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী : পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছিল। অনিবার্য কারণবশত উক্ত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের মিডিয়া ও জনসংযোগের দায়িত্বে থাকা এআইজি এনামুল হক সাগর যায়যায়দিনকে জানান, গত জুলাই-আগস্টে পুলিশ রিক্রুট কনস্টেবল (টিআরসি) প্রশিক্ষণের ব্যাহত হওয়ার কারণে কিছু প্রশিক্ষণ বাকি রয়েছে। এই প্রশিক্ষণ পূরণ করার জন্য আগামী ১৯ ডিসেম্বরের সমাপনী কুচকাওয়াজ স্থগিত হয়েছে।