শফিকুর রহমান হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
মোঃ শফিকুর রহমান সম্প্রতি হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবনের শুরু করেন। দীর্ঘ প্রায় ৩৮ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের সদরঘাট, ফার্মগেট ও লোকাল অফিসের ম্যানেজার এবং সিলেট ও ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান ছাড়াও আইসিটি উইং, বিনিয়োগ উইং, ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংয়ের প্রধান হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক অসংখ্য প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মজীবনে পেশাগত ডিগ্রি হিসেবে ডিএআইবিবি এবং ডিপেস্নামা ইন ইসলামী ব্যাংকিং অর্জন করেন। ব্যাংকিং ও আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি জার্মানি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ভারত ও গ্রিসসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি