সংবাদ সংক্ষেপ

বাসচাপায় নাসির্ং শিক্ষাথীর্ নিহত

প্রকাশ | ২৬ জুলাই ২০১৮, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে এনা পরিবহনের বাসচাপায় এক নাসির্ং শিক্ষাথীর্ নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তার সতীথর্রা। মঙ্গলবার রাত ১২টার দিকে তারগাছ এলাকায় তায়রুন্নেছা মেডিকেল কলেজের ডিপ্লোমা নাসির্ং বিভাগের শিক্ষাথীর্ ইউসুফ আলী যুবরাজ (২০) সড়ক দুঘর্টনায় নিহত হন। জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ জানান, কলেজের প্রধান ফটকের কাছে রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতে ওই কলেজের শিক্ষাথীর্রা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বুধবার সকালে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ আবার তাদের সরিয়ে দেয়। নিহত ইউসুফ নাসির্ং বিভাগের প্রথম বষের্র ছাত্র ছিলেন। নরসিংদীর মনোহরদী থানার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের ইদ্রিস মÐলের ছেলে তিনি।