সরকারি কলেজে স্থায়ী হলো ২৭০ শিক্ষকের চাকরি

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ২৭০ জন শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে। যোগদানের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হয়েছে মর্মে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি ৭ ও সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালা-১৯৮০ বিধি-৮ অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৭০ জন কর্মকর্তার চাকরি তাদের যোগদানের তারিখ থেকে স্থায়ী করা হয়েছে।