সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১

প্রতিনিধি
'ডাক্তারদের কমিশন নেওয়া খালি ইমমোরাল না, ইলিস্নগ্যালও' ম যাযাদি ডেস্ক ডাক্তারদের কমিশন নেওয়া খালি ইমমোরাল না, ইলিস্নগ্যালও বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রামের স্বাস্থ্যখাত নিয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, 'এটা অনৈতিক, ইললিগাল। এটা কমিশনের রিপোর্টে উলেস্নখ থাকবে। আমি নিজে একজন ডাক্তার। কাজেই আমাদের রিপোর্টে ওরকম পিনপয়েন্ট না থাকলেও বিষয়টি থাকবে।' সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, উমাইর আফিফ প্রমুখ। কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ম গাজীপুর প্রতিনিধি বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে শনিবার আড়াই ঘণ্টা ওইসব শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ওই পথে যানবাহন চলাচল বিকৃত হয়। শনিবার গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষনা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। গত বৃহস্পতিবার বিকালে তারা আন্দোলন শুরু করলেও যৌথবাহিনী সন্ধ্যায় তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। শনিবার সকালে পুনরায় শ্রমিকরা একই দাবিতে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়ক অবরোধ করেছিল। পরে বুঝিয়ে সড়ক থেকে তাদের অবরোধ তুলে দেওয়া হয়। শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, কারখানার মালিকের সমস্যার জন্য কারখানা বন্ধ করে দিয়েছে এখন এই কারখানায় ৩০-৪০ হাজার শ্রমিক কাজ করে তাদের কী হবে? হাজার হাজার শ্রমিকদের পরিবারের কিভাবে চলবে। তাই আমাদের এক দফা এক দাবি বন্ধ হওয়া সবগুলো কারখানা খুলে দিতে হবে।