শুক্রবার পূণর্ চন্দ্রগ্রহণ

প্রকাশ | ২৬ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জলবায়ু মহাশাখার প্রদত্ত তথ্য অনুযায়ী আগামীকাল শুক্রবার পূণর্ চন্দ্রগ্রহণ ঘটবে। ঐদিন ২৩টা ১৩ মিনিট ০৬ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে শনিবার ০৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে শেষ হবে। শনিবার ০২টা ২১ মিনিট ৪৮ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সবোর্চ্চ মাত্রা হবে ১.৬১৪। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশে গ্রহণটি পুরোপুরি দেখা যাবে। আইএসপিআর